No Internet Connection !

রংপুর বিভাগ

প্রশ্ন: বাংলাদেশের সপ্তম বিভাগ কোনটি? উ: রংপুর।
প্রশ্ন: রংপুর বিভাগের সীমারেখা কী?
রংপুর বিভাগের সীমারেখা:
✅ উত্তর: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য।
✅ দক্ষিণ: রাজশাহী বিভাগ।
✅ পূর্ব: ময়মনসিংহ বিভাগ এবং ভারতের মেঘালয় রাজ্য।
✅ পশ্চিম: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য।

প্রশ্ন: রংপুর বিভাগের বিভাগীয় কার্যক্রম শুরু করে কবে? উ: ১৭ মে, ২০১০ সালে।
প্রশ্ন: রংপুর বিভাগের আয়তন কত? উ: ১৬৩৭৪.০৯১ বর্গ কিমি।
প্রশ্ন: রংপুর বিভাগে কয়টি জেলা রয়েছে?
উ: রংপুর বিভাগে মোট জেলা সংখ্যা ৮টি। নিচে রংপুর বিভাগের জেলাগুলোর নাম দেওয়া হলো:
✅ রংপুর
✅ কুড়িগ্রাম
✅ লালমনিরহাট
✅ গাইবান্ধা
✅ নীলফামারী
✅ দিনাজপুর
✅ ঠাকুরগাঁও
✅ পঞ্চগড়

প্রশ্ন: রংপুর বিভাগের বৃহত্তম জেলা কোনটি? উ: দিনাজপুর (৩,৪৩৮ বর্গ কিমি)।
প্রশ্ন: রংপুর বিভাগের ক্ষুদ্রতম জেলা কোনটি? উ: লালমনিরহাট (১,২৪৭ বর্গ কিমি)।
প্রশ্ন: রংপুর বিভাগের উপজেলা কতটি?
উ: ৫৮টি। রংপুর বিভাগের জেলা অনুযায়ী উপজেলার সংখ্যা:
✅ রংপুর জেলা: ৮টি উপজেলা
✅ কুড়িগ্রাম জেলা: ৯টি উপজেলা
✅ লালমনিরহাট জেলা: ৫টি উপজেলা
✅ নীলফামারী জেলা: ৬টি উপজেলা
✅ গাইবান্ধা জেলা: ৭টি উপজেলা
✅ দিনাজপুর জেলা: ১৩টি উপজেলা
✅ ঠাকুরগাঁও জেলা: ৫টি উপজেলা
✅ পঞ্চগড় জেলা: ৫টি উপজেলা

প্রশ্ন: রংপুর বিভাগের ইউনিয়ন কতটি? উ: ৫৩৬টি।
প্রশ্ন: রংপুর বিভাগের গ্রামের সংখ্যা কতটি? উ: ৯০৬৬টি।
প্রশ্ন: রংপুর বিভাগে থানার সংখ্যা কতটি? উ: ৬০টি।
প্রশ্ন: রংপুর বিভাগে পৌরসভার সংখ্যা কতটি? উ: ৩১টি।
তথ্যসূত্র: rangpurdiv.gov.bd
top
Back
Home
Gsearch